Site icon Jamuna Television

নাভালনির শরীরে বিষপ্রয়োগের অভিযোগ অস্বীকার ক্রেমলিনের

রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির শরীরে বিষপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। অভিযোগকে পুরোপুরি বানোয়াট বলে দাবি করেছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বিষপ্রয়োগে নাভালনির অসুস্থতার নিশ্চিত প্রমাণ পাওয়া গেলে তদন্ত হবে বলেও জানান তিনি।

যদিও বিরোধীরা বলছেন, মস্কো এ ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এমন প্রত্যাশা তাদের নেই। বর্তমানে জার্মানির একটি হাসপাতালে আইসিইউতে আছেন নাভালনি। মঙ্গলবার বার্লিনের হাসপাতালে তাকে দেখতে যান স্ত্রী ইউলিয়া নাভালনায়া।

বৃহস্পতিবার, রাশিয়ার বিমানবন্দরে চা পানের পর হঠাৎই অসুস্থ হয়ে কোমায় চলে যান অ্যালেক্সেই নাভালনি। পরিবার ও সমর্থকদের অভিযোগ তাকে বিষপ্রয়োগ করা হয়েছে। জার্মান হাসপাতালেও তার শরীরে বিষের উপস্থিতি মেলে।

Exit mobile version