Site icon Jamuna Television

পুরোপুরি পঙ্গু হয়ে গেছে মার্কিন পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ নাগরিক

পুরোপুরি পঙ্গু হয়ে গেছেন মার্কিন পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ নাগরিক জ্যাকব ব্লেক। অস্ত্রোপচারের পরও হাঁটাচলার ক্ষমতা ফিরে পাবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আইনজীবী আরও জানান, মেরুদণ্ডে গুলি লাগায় সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছেন ব্লেক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেছে তার পরিবার। কৃষ্ণাঙ্গ নিপীড়ন বন্ধের দাবিও জানান তারা।

রোববার বিকেলে পরিবারের সামনে গাড়ি থেকে নামিয়ে ৭ দফা গুলি ছুঁড়া হয় জ্যাকব ব্লেককে লক্ষ্য করে। এ ঘটনায় বিক্ষোভ চলছে উইসকনসিনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। সহিংসতাও হয় কয়েকটি জায়গায়। সবশেষ মে মাসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বড় ধরনের বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রে।

Exit mobile version