বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

|

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিরাজ করছে বৈরি আবহাওয়া। হচ্ছে বৃষ্টি, বইছে দমকা হাওয়া। এই কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

সকাল থেকে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে কোথাও গুড়ি গুড়ি, আবার কোথাও ভারি বৃষ্টি হয়। সাথে ছিল বাতাস। যদিও বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমার নিচে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে জোয়ারের সময় বেড়িবাঁধ উপচে পানি ঢোকার শঙ্কা রয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে, দূরপাল্লার লঞ্চ চলাচল নিয়ে সিদ্ধান্ত হয়নি।

এদিকে নৌ-বন্দরে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply