Site icon Jamuna Television

অল্পেই খুশি অমিতাভ

অল্পেই খুশি অমিতাভ

অমিতাভ বচ্চন এখনও জনপ্রিয়তার তুঙ্গে এবং সোশ্যাল মিডিয়াতেও তার অ্যাক্টিভিটি দেখার মতো। তবুও অন্য তারকাদের মতো তার ইনস্টাগ্রাম পোস্টে ২০/৩০ লাখ লাইক পায় না। কেন, তারও ব্যাখ্যা দিলেন অমিতাভ বচ্চন। অভিনেতার কথায়, কোনও কোনও সময়ে তার বলার মতো কিছুই থাকে না। নিজের ছবির কোলাজ পোস্ট করে তার ক্যাপশনে অমিতাভ লিখেছেন, কখনও কখনও এটা মেনে নেওয়াই ভালো যে, ইনস্টায় বলার মতো কিছু নেই। আর জনপ্রিয় তারকাদের মতো আমার পোস্টে ২০/৩০ লাখ লাইকও পড়বে না। বড়জোর ১/২ লাখ লাইক পেতে পারি। তাই বা কম কী? এতেই আমি বেশ কৃতজ্ঞ। খবর- আনন্দবাজার পত্রিকা।

এদিকে কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ার পরে হাসপাতালে থাকাকালীনও বন্ধ ছিল না অমিতাভের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। এমনকি নেটিজেনদের সঙ্গে বিবাদেও জড়িয়েছেন তিনি।

এছাড়া মাঝে মাঝেই রাত জেগে তাকে ব্লগ লিখতে বা টুইট করতে দেখা যায়। তার সবটাই যে তিনি ‘লাইক’ পাওয়ার জন্য করেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন অমিতাভ। আসলে জনমানসে যিনি সব লাইকের ঊর্ধ্বে, সংখ্যা কি তাকে ধরতে পারে?

Exit mobile version