
অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে টেকনাফ থানার বাহারছড়া তদন্ন কেন্দ্রের বরখাস্তকৃত ইন্সপেক্টর লিয়াকতের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।
সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলা করে এস এম জসিম উদ্দীন নামের ওই ব্যবসায়ী।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালে মিথ্যা অপহরণ করে জসিম উদ্দীনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এস আই লিয়াকতসহ তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলায় তাকে হয়রানি করার অভিযোগ করেন। সিএমপির একজন উপ-কমিশনারকে মামলাটি তদন্তের আদেশ দিয়েছেন আদালত।



Leave a reply