Site icon Jamuna Television

৮০ বছর ধরে চুল কাটেন না চিয়েন!

করোনা পরিস্থিতিতে যখন অনেকেই চুল কাটাতে সেলুনে যেতে না পেরে দুশ্চিন্তায়, সেখানে ভিয়েতনামের এক ব্যক্তি চুল কাটেন না ৮০ বছর ধরে। লম্বায় ১৬ ফুট ছাড়িয়েছে তার চুল। মূলত ধর্মীয় বিশ্বাস চুল না কাটার কারণ। চুল কাটলেই মৃত্যু ঘটবে এমন ধারণায় বিশ্বাসী তিনি।

চুল না বলে দড়ি বললেও চলে। আট দশক হয়ে গেছে, এ চুলে কেঁচির ব্যবহার হয়নি। মেকং ডেলটা এলাকার বাসিন্দা গুয়েভ্যান চিয়েন। তার দাবি, কিশোর বয়সে পাওয়া দৈববাণী মেনেই চুল কাটেন না তিনি। আগে কিছুটা যত্নআত্তি করলেও গত ২০ বছর বয়স থেকে বন্ধ চিরুনি, তেল, শ্যাম্পু ব্যবহার।

গুয়েভ্যান চিয়েন বলেন, দেখুন, আমি ধর্মে বিশ্বাসী। আমি নয়টি শক্তি ও সাতজন দেবতার পূজা করি। যাদের শিক্ষা হলো, বাবা-মা যেভাবে তোমার শরীর পৃথিবীতে এনেছে, সেভাবেই থাকতে দাও। যখন থেকে নিজে বুঝতে শুরু করেছি, তখন থেকেই চুল কাটিনি।

ভ্যান চিয়েনের লম্বা চুল সমালাতে সাহায্য করেন তার ৬২ বছর বয়সী ছেলে। বাবার বিশ্বাসের প্রতি যার রয়েছে পূর্ণ সমর্থন।

চিয়েনের ছেলে ভ্যান লুম বলেন, সবার মতোই কালো ও শক্ত চুল ছিলো বাবার। কিন্তু ঐশ্বরিক নির্দেশনায় চুলে জট ধরে গেছে। আমি জানি, বাবার চুল যেদিন কাটা হবে, বা যেদিন চুল পড়ে যাবে, সেদিনই তিনি মারা যাবেন। খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু পুরো বিষয়টি ভীতিকর।

দুয়া নামে একটি বিশ্বাসের অনুসারী ভ্যান চিয়েন। যেখানে, জন্মগতভাবে পাওয়া শরীরে কোনো পরিবর্তন আনতে মানা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version