Site icon Jamuna Television

বিয়ে করলেন অভিনেতা সাব্বির

বিয়ে করেছেন এ প্রজন্মের নাট্যাভিনেতা সাব্বির আহমেদ। ২৪ আগস্ট মাগুরা জেলায় পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেছেন এ অভিনেতা। কনে নাসরুমা নাসির বিথী মাগুরার মেয়ে।

হঠাৎ করেই বিয়ে করা প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই মনের মতো কাউকে পাচ্ছিলাম না, যে কারণে বিয়েও করা হয়ে উঠছিল না। সবকিছু মিলিয়ে যখন বিথীর সঙ্গে আমার পরিচয়ের পর কথা হয় তখন তা পরিবারের সঙ্গে শেয়ার করি।

পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। বিথী একজন ভালো মনের মানুষ। আমার কাজকে অনেক শ্রদ্ধা করে। আমি যেন তাকে নিয়ে সুখী হতে পারি- এ দোয়া চাই সবার কাছে’। করোনার প্রকোপ কমলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন এ অভিনেতা।

এদিকে গেল ঈদে সাব্বির আহমেদ নাজমুল রনির ‘টু ইডিয়টস’ এবং মহিন খানের ‘ভারপ্রাপ্ত স্বামী’ নাটকে অভিনয় করেন। ঈদের পর এখনও তিনি অভিনয়ে ফেরেননি।

ইউএইচ/

Exit mobile version