Site icon Jamuna Television

সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুকুরে ডুবে হালিমা খাতুন (সাড়ে ৪ বছর) ও তরিকুল ইসলাম (সাড়ে ৪ বছর) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগরে একই পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত হালিমা খাতুন ওই গ্রামের আব্দুল হকের মেয়ে আর তরিকুল ইসলাম একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

কাশিমাড়ী ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার মোল্যা জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা পুকুরে নেমে আর উঠতে পারেনি। পরে পরিবার থেকে খোঁজাখুঁজি শুরু করার এক পর্যায়ে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউএইচ/

Exit mobile version