যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী আন্দোলন: দু’জনকে হত্যার ঘটনায় গ্রেফতার এক শ্বেতাঙ্গ

|

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী আন্দোলন: দু'জনকে হত্যার ঘটনায় গ্রেফতার এক শ্বেতাঙ্গ

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী আন্দোলনে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে দু’জনকে হত্যার ঘটনায় এক শ্বেতাঙ্গ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

কাইলি রিটেনহাউজ নামে ১৭ বছরের ওই কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠিত হয়েছে ইলিনয়ে। সহিংস বিক্ষোভের চতুর্থ দিনে উইসকনসিন রাজ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আরও ৩শ’ ন্যাশনাল গার্ড সদস্য।

এছাড়া বিক্ষোভের কেন্দ্র কিনোশা শহরে পাঠানো হয়েছে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আন্দোলনের নামে লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর আর সহিংসতা ঠেকাতে এ পদক্ষেপ নেয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের ওপর গুলি চালানো পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করে প্রশাসন। রাস্কিন শেস্কি নামের ওই কর্মকর্তাসহ মোট তিনজনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply