দারিদ্র্য বিমােচনে সরকার নজরুলের চেতনায় সমৃদ্ধ: কাদের

|

দারিদ্র্য বিমােচনে সরকার নজরুলের চেতনায় সমৃদ্ধ: কাদের

নজরুল অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটন করাই হােক আজকের অঙ্গীকার।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে ওবায়দুল কাদের জানান, নজরুল অগ্নিবীণার কবি, দ্রোহের কবি, দারিদ্রের কবি। যে দারিদ্র্য তাকে মহান করেছে। দারিদ্র্য বিমােচনের চলমান ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকার নজরুলের চেতনায় সমৃদ্ধ এবং সাম্যবাদি সমাজ বিনির্মাণে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, প্রেমের কবি নজরুল। পারস্পরিক ভালবাসা আর প্রেমের অবিনাশী জয়গান তিনি গেয়েছেন। পারস্পরিক ভালবাসা আর সম্প্রীতির মাধ্যমে একটি সমৃদ্ধ আগামী নির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। এ অগ্রযাত্রায় আসুন সবাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply