‘দেশে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি। তবুও ২০২১ সালের মধ্যে পুরো দেশ শতভাগ বিদ্যুতায়িত হবে। জনগণের স্বার্থে সরকার এ খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। তাই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে।’
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে নির্দিষ্ট কোন এলাকা নয়; দেশব্যাপী সুষম উন্নয়ন করে যাচ্ছে। তারই ধারবাহিকতা গ্রামের মানুষের কাছে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হবে বলেও জানান শেখ হাসিনা।
Leave a reply