পদত্যাগ করলেন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রধান নির্বাহী কেভিন মেয়ার। এক বিবৃতিতে নিজেই জানিয়েছেন এ তথ্য।
কর্মীদের উদ্দেশ্যে এক চিঠিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কথা লেখেন তিনি। শিগগিরই সমাধানের বিষয়ে আশাবাদও জানান।
এদিকে নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে টিকটকের ওপর। মার্কিন প্রতিষ্ঠানের কাছে মালিকানা বিক্রিতে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতেই কোম্পানি ছাড়ার ঘোষণা দিলেন মেয়ার।
চলতি বছর জুনে টিকটকে যোগ দেন কেভিন মেয়ার। এর আগে ডিজনির স্ট্রিমিং সার্ভিসের প্রধান ছিলেন তিনি।
Leave a reply