নারায়ণগঞ্জে কথিত মৃত কিশোরীর ফিরে আসা এবং তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ মামলার সব নথি তলব করেছেন হাইকোর্ট।
এছাড়া মামলাটির তদন্ত কর্মকর্তা শামিম আল মামুনকে ১৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে বলা হয়েছে। আর মামলাটির নতুন তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে সব নথি আদালতে হাজির করতে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
গত ৪ জুলাই নারায়নগঞ্জের নিখোঁজ হন এক কিশোরী। এ ঘঠনায় অপহরণ মামলায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। দুই দফা রিমান্ড শেষে গণধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আসামিরা। এর ৫১ দিন পর কথিত মৃত কিশোরী ফিরে আসলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Leave a reply