সিনহা হত্যা: জবানবন্দি শেষে দুই এপিবিএন সদস্য কারাগারে

|

মেজর সিনহা হত্যা মামলায় এপিবিএন এর দুই সদস্যকে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র কাছে তারা জবানবন্দি দেন।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে সিনহা হত্যা মামলার অন্যতম দুই আসামি এপিবিএন’র সদস্য শাহজাহান ও রাজীবকে আদালতে নিয়ে আসে র‍্যাব। এরপর তাদের নিয়ে যাওয়া হয় ম্যাজিস্ট্রেটের খাস কামরায়। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট। এনিয়ে মামলার ১৩ আসামির মধ্যে ৩ জন জবানবন্দি দিলেন। এর আগে সকালে কক্সবাজার সদর হাসপাতালে তাদের শারীরিক পরীক্ষা করা হয়।

এদিকে সিনহা হত্যা মামলার ২ নম্বর আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমারসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এটি করেছেন টেকনাফের দক্ষিণ মহেশখালী পাড়ার সানোরারা বেগম। তার অভিযোগ, দাবিকৃত টাকা না পেয়ে হত্যা করা হয়েছে স্বামী জলিলকে।

মামলা আমলে নিয়ে ঐ ঘটনায় ময়নাতদন্ত ও কোন মামলা হয়েছে কিনা তা প্রতিবেদন আকারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply