বিভিন্ন দেশে নেম ট্যাগ ফিচার নিয়ে আসছে মার্কিন কোম্পানি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের ক্যামেরা ব্যবহার করে নেম ট্যাগ স্ক্যান করলেই যে কোন অ্যাকাউন্ট খুঁজে পাওয়া সম্ভব। ব্যবসায়ীদের জন্য এই ফিচার খুব কাজের হয়ে উঠতে পারে। বিজনেস কার্ড থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁয় সর্বত্র নেম ট্যাগ প্রিন্ট করে রাখলে গ্রাহক চাইলে সেই ট্যাগ স্ক্যান করতে বিজনেস অ্যাকাউন্ট ফলো করতে পারবেন।
নিজের প্রোফাইলের জন্য নেম ট্যাগ তৈরি করবেন কীভাবে?
যা যা প্রয়োজন:
প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপ আপডেট করুন।
একটি সচল ইন্টারনেট কানেকশন।
ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে কিউআর কোড তৈরির পদ্ধতি:
স্টেপ ১। স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। ডান দিকে নিচে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
স্টেপ ৩। এবার ডান দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করে ‘কিউআর কোড’ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার নিজের প্রোফাইলের কিউআর কোড দেখতে পারেন।
স্টেপ ৫। বিভিন্ন ইমোজি সিলেক্ট করে মনের মতো কিউআর কোড তৈরি করা যাবে।
ইনস্টাগ্রামে অন্যের কিউআর কোড স্ক্যান করবেন কীভাবে?
স্টেপ ১। ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। ‘কিউআর কোড’ বিভাগে যান।
স্টেপ ৩। স্ক্রিনের ডান দিকে নিচে স্ক্যান কিউআর কোড অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার কিউআর কোডের দিকে ক্যামেরা নিয়ে স্ক্যান করুন।
Leave a reply