নিজেই গাড়ি চালিয়ে একটি হাইওয়ে উদ্বোধন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রাইমিয়া সংলগ্ন রাস্তাটি পরিদর্শনের পর বেশ কিছু পরামর্শও দেন।
এসময় পাশে ছিলেন, হাইওয়েটি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান কারিগরি বিশেষজ্ঞ। ক্রাইমিয়ার মূল শহরগুলোকে রাশিয়ার সাথে যুক্ত করবে এই রোড। আড়াইশ’ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের রাস্তাটির নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। পুতিনের ক্রাইমিয়া সফরকে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত বলে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। দীর্ঘদিন ধরেই ক্রাইমিয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ২০১৪ সালে ক্রাইমিয়াকে নিজেদের অঞ্চল হিসেবে ঘোষণা দেয় রাশিয়া।
Leave a reply