অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইনন্সেপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে আরও ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। র্যাবের তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তৃতীয় দফায় রিমান্ডে নেয়ার জন্য বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। পরে তাদের তোলা হয় আদালতে।
এর আগে প্রথম দফায় প্রধান তিন আসামিসহ সাত পুলিশ সদস্যের সাত দিন ও দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত সোমবার পুলিশের অপর চার জনের দ্বিতীয় দফায় চার দিন করে রিমান্ড দেয়া হয়েছিল। তাদের রিমান্ড এখনও শেষ হয়নি। এছাড়া এপিবিএন এর তিন সদস্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর কারাগারে আছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
Leave a reply