লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বিজয়’ মেরামতে সহায়তা করবে তুরস্ক। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটে এ তথ্য জানানো হয়। খবর তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি’র।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর জাহাজ বানৌজা বিজয় মেরামত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
BNS BIJOY of Bangladesh Navy, which was damaged in the Beirut explosion, is being towed to Turkey by TCG İNEBOLU. The necessary repairs to BNS BIJOY will be carried out at the facilities of the Turkish Navy. https://t.co/lIfz3ywOY7
— T.C. Millî Savunma Bakanlığı (@tcsavunma) August 27, 2020
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের সময় বন্দরের কাছে থাকা বাংলাদেশের নৌবাহিনী জাহাজ বানৌজা বিজয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।
ওই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ ১০৮ প্রবাসী আহত হন। নিহত হয়েছেন ৫ বাংলাদেশি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে এমোনিয়াম নাইট্রেটের ভয়াবহ বিস্ফোরণে ১৭৮ জনেরও বেশি মানুষ নিহত হন। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।
Leave a reply