বেনাপোলে ৯ কেজি স্বর্ণের বারসহ পাচারকারি আটক

|

বেনাপোলের সীমান্ত এলাকা থেকে ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। গতরাতে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নারী সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা জানান, সংঘবদ্ধ একটি চক্র সীমান্তপথে ভারতে স্বর্ণ পাচার করছে- এমন খবরে ওই গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের ৫৭টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক করা হয় বানেছা খাতুন নামের এক গৃহবধুকে।

জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply