সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে খালেদা জিয়ার বাসভবনে আইনজীবী

|

খালেদা জিয়া। ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ও মামলা নিয়ে আলোচনা করতে তার (খালেদা জিয়ার) বাসভবনে গেছেন খালেদার অন্যতম আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

শনিবার রাত পৌনে ৮ টার দিকে খালেদার জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রবেশ করেন।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজেই জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম জিয়ার ছোট ভাই এ বিষয়ে আবেদন করেছেন। পরবর্তী কার্যক্রমের জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন বেগম জিয়ার ছোট ভাই শামিম ইস্কান্দার।

গত ২৫ মার্চ দুই শর্তে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতাদেশের পর ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। সেই সাজার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কারাগারে যান বেগম জিয়া। পরে শারীরিক অসুস্থতার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply