আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই চীনের উহানে খুলে দেয়া হবে সকল কিন্টারগার্ডেন ও স্কুল। অন্যদিকে ৩১ আগস্ট থেকে খুলে দেয়া হচ্ছে উহান বিশ্ববিদ্যালয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নগর কর্তৃপক্ষ বলছে সংক্রমণ দেখা দিলে জরুরী ভিত্তিতে অনলাইন ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেয়া আছে। সেইসাথে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করে আসতে এবং সম্ভব হলে গণপরিবহণ এড়িয়ে চলার নির্দেশ পরামর্শ দেয়া হয়েছে।
স্কুল খুলে দেয়ার সাথে সাথে স্কুল কর্তৃপক্ষকে মহামারি প্রতিরোধে সুনির্দিষ্ট ব্যবস্থা ও প্রশিক্ষণমূলক ব্যবস্থা রাখারও নির্দেশ দেয়া হয়েছে। সেইসাথে অপ্রয়োজনীয় সমাবেশ এড়িয়ে চলাসহ প্রতিদিনের রিপোর্ট স্থানীয় কর্তৃপক্ষের কাছে জমা দিতেও নির্দেশ দেয়া হয়েছে।
তবে যেসব বিদেশী শিক্ষার্থী ও শিক্ষকগণ তাদের প্রতিষ্ঠান থেকে চীনের ফেরার কোন ছাড়পত্র পাবেন না তাদের চীনে প্রবেশের অনুমতি দেয়া হবে না বলেও জানানো হয়।
বছরের এপ্রিল থেকেই উহানে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। সেই সাথে ১৮ মে থেকে সেখানে নতুন কোন গোষ্ঠী সংক্রমণের খবরও পাওয়া যায়নি।
Leave a reply