করোনা সংক্রমণ, লতা মঙ্গেশকরের বাড়ি সিলগালা

|

লতা মঙ্গেশকরের আবাসনে করোনা সংক্রমণ ঘটায় শনিবার বিল্ডিংটি সিলগাল করে দিয়েছে পৌরসভা।

জানা যায়, দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডে ‘প্রভুকুঞ্জ’ নামে বহুতল বিল্ডিংয়ে থাকেন লতা মঙ্গেশকর। ওই আবাসনে পাঁচজন করোনা সংক্রিমিত হয়েছেন। এরপরই বিল্ডিংটি সিল করে দেয় কর্তৃপক্ষ। তবে লতা মঙ্গেশকর ও তার পরিবার সুস্থ ও নিরাপদ আছেন।

লতা মঙ্গেশকরের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, আবাসনের সোসাইটি ও পৌর কর্তৃপক্ষ বিল্ডিংটি সিল করে দিয়েছে। আমাদের আবাসনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনও অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। কোনও প্রকার প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply