যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে পবিত্র আশুরা। তবে করোনার কারণে পুলিশি বিধি নিষেধ থাকায় অন্যান্য বছরের মতো বড় পরিসরে তাজিয়া মিছিল বের করা হয়নি।
রোববার দুপুরে নগরীর সদরঘাট এলাকায় শোক মজলিশের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা। শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসল্লীরা জড়ো হন এখানে। সীমিত পরিসরে একটি তাজিয়া মিছিল বের করেন ইমাম হোসেনের অনুসারিরা।
সদরঘাট ছাড়াও নগরীর হালিশহর ও আমবাগান এলাকায় সীমিত আকারে পালিত হয় আশুরার আনুষ্ঠানিকতা। এদিকে পবিত্র আশুরাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। কর্মসূচিতে যোগ দিতে আসা সকলের দেহ তল্লাশি করা হয়।
Leave a reply