নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট ইঞ্জিনের স্পেস ট্রায়াল করবে তুরস্ক: এরদোয়ান

|

খুব শীঘ্রই নিজেদের তৈরি লিকুইড-প্রপেলেন্ট রকেট ইঞ্জিনের স্পেস ট্রায়াল করতে যাচ্ছে তুরস্ক। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক’র।

রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এমন ঘোষণা দেন।

এরদোয়ান বলেন, আমরা আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লিকুইড-প্রপেলেন্ট রকেট ইঞ্জিনের স্পেসট্রায়াল করতে যাচ্ছি।

দেশটির রাজধানী আঙ্কারাতে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রকেটসানের তৈরি রকেট ইঞ্জিনের মডেল উন্মোচন অনুষ্ঠানে এ ঘোষণা দেন এরদোয়ান।

সেইসাথে, চলতি বছরেই চায়না, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশের কাতারে নাম লেখাতে তুরস্কের নিজস্ব মহাকাশ প্রোগ্রাম চালু করার ঘোষণাও দেন এরদোয়ান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply