অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসআই নন্দদুলালকে আদালতে নেয়া হয়েছে। সকাল ১০টার দিকে তাকে কক্সবাজার জেলা জজ আদালতে হাজির করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন তিনি। এর আগে, সোয়া নয়টায় সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
নন্দদুলাল অপর দুই আসামি ইন্সপেক্টর লিয়াকত ও ওসি প্রদীপের সাথে তৃতীয় দফায় তিনদিনের রিমান্ডে ছিল। আজ রিমান্ডের শেষ দিন। লিয়াকত গতকাল ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুপুরে ওসি প্রদীপকে আদালতে হাজির করার কথা রয়েছে।
Leave a reply