Site icon Jamuna Television

মিসরের সিনাইয়ে সামরিক অভিযানে নিহত ৭৩

মিসরের সিনাই অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে কমপক্ষে ৭৩ জন কথিত জিহাদি নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষ চলাকালে সেনাবাহিনীর সাত সদস্যও নিহত হন। খবর ডেইলি নিউজ ইজিপ্টের।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত ২২ জুলাই থেকে ৩০ আগস্ট এ অভিযান চালানো হয়। সন্ত্রাসীদের ঘরবাড়ি লক্ষ্য করে এ সামরিক অভিযান পরিচালনা করা হয়। এতে উত্তর সিনাইয়ে ৭৩ কথিত জিহাদি নিহত হয়েছেন। অভিযান চলাকালে সংঘর্ষে তিন কর্মকর্তা ও চার সৈন্য নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রভাবে মিসরের পটপরিবর্তনের পর ২০১৪ সালের অক্টোবর থেকে উত্তর সিনাইয়ে জরুরি অবস্থা জারি করা হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিসরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান শুরু করে।

সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি ব্রাদারহুডের অনুসারী নিহত হয়েছেন। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারান।

ইউএইচ/

Exit mobile version