প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে জাতীয় শোক ঘোষণা

|

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এছাড়া শোকের দিনে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি টানা ৩ সপ্তাহ কোমায় থাকার পর আজ সোমবার মারা যান। ৯ আগস্ট দিল্লির সামরিক হাসপাতালে প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাকে।

নমুনা পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নানা শারীরিক জটিলতা ছিল তার। বিশেষ করে মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধে হিমশিম খাচ্ছিলেন চিকিৎসকরা। তার ওপর, দেখা দেয় ফুসফুসেও সংক্রমণ। সোমবার অবস্থার তার অবস্থার আরও অবনতি হয়।

প্রণব মুখার্জির বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply