করোনা আক্রান্ত হয়েছেন স্পেনের দুই ফুটবল তারকা। উলভারহ্যাম্পটনের হয়ে ইপিএল মাতানো অ্যাডামা ট্রায়োরে, আর সিটি থেকে রিয়াল সোসিয়েদাদে যোগ দেয়া ডেভিড সিলভার শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ মিলেছে।
উলভসের জার্সিতে গতির ঝড় তুলে ইংলিশ লিগ মাতালেও স্পেনের জাতীয় দলে ভাগ্যের শিকে ছিড়ছে না উইঙ্গার অ্যাডামা ট্রায়োরের। নভেম্বরে জাতীয় দলে প্রথম ডাক পাওয়ার পর বাদ পড়েন ইনজুরিতে। এবার নেশন্স কাপের জন্য দ্বিতীয় দফা ডাক পেয়ে করোনার আক্রান্ত হলেন। উয়েফার নিয়ম অনুযায়ী করোনা মুক্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন না ২৪ বছর বয়সি ট্রায়োরে।
এদিকে ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটিয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে স্পেনের ক্লাব রিয়াল সোসিয়েদাদে যোগ দিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ডেভিড সিলভা। কিন্তু ক্লাবে যোগ দেবার দিনই করোনার সংক্রমণ মিলেছে সিলভার শরীরে। অনুশীলন শুরুর আগে করোনা পরীক্ষায় পজেটিভ হন তিনি।
Leave a reply