ভারতে করোনায় প্রাণহানি ৬৫ হাজার ছাড়িয়েছে

|

ভারতে করোনায় প্রাণহানি ৬৫ হাজার ছাড়িয়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮১৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৬৫ হাজার ৪৬৯ জনের প্রাণ গেল করোনায়। এই সময়ে ৬৯ হাজার ৯২১ জন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩৬ লাখ ৯৪ হাজার ৮৭৮ জন।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৮১ জন। মোট সুস্থ ২৮ লাখ ৪০ হাজার ৪০ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মহারাষ্ট্রেই মারা গেছেন ২৪ হাজার ৫৮৩ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৭ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৭০২।

রাজধানী দিল্লিতে সংখ্যাটা ৪ হাজার ৪৪৪ জন। অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা ৩ হাজার ৯৬৯, উত্তরপ্রদেশে ৩ হাজার ৪৮৬, পশ্চিমবঙ্গে ৩ হাজার ২২৮, গুজরাটে ৩ হাজার ২০।

মোট মৃত্যু এক হাজার ছাড়িয়েছে পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও রাজস্থানে। এরপরেই তালিকায় রয়েছে তেলেঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, গোয়া-র মতো রাজ্যগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply