স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর
পুলিশি সেবাকে জনগণের বাড়িবাড়ি পৌঁছে দেয়ার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ চালু করলো বিট পুলিশিং কার্যক্রম।
মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর ১৭নং ওয়ার্ডের রামপুরায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ৫নং বিট উদ্বোধনের মাধ্যমে বিট পুলিশিংয়ের যাত্রা শুরু আরপিএমপি কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ।
আরপিএমপি গঠনের দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে বিট পুলিশিংয়ের উদ্যোগ নিলো সংস্থাটি। পরে তিনি এ নিয়ে সুধীজনদের সাথে মতবিনিময় করেন। কথা বলেন সাংবাদিকদের সাথে।
তিনি বলেন, আরপিএমপির ৬টি থানাকে ৫৫টি বিটে ভাগ করে এই বিট পুলিশিং কার্যক্রম শুরু হলো। ‘পুলিশ যাবে বাড়ি বাড়ি’ এই শ্লোগান নিয়ে আমরা কাজ শুরু করলাম। এখন থেকে থানায় না গিয়ে বিট অফিসগুলোতে আইনগত সহায়তা দেয়া হবে। জীবন ও সম্পদ রক্ষায় জনগণের কাছাকাছি যাওয়ার জন্যই এই কার্যক্রম।
এসময় কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ, ৫নং বিট কর্মকর্তা এসআই ইজার আলীসহ ঊর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইসাথে আরও ৫৪টি বিট কার্যালয়ের উদ্বোধন করেন আরপিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
Leave a reply