সন্ত্রাসের অভিযোগে ‘হোটেল রুয়ান্ডার’ বাস্তবের নায়ক গ্রেফতার

|

রুয়ান্ডার ১৯৯৪ সালের গণহত্যা থেকে ১২০০ এর অধিক মানুষের জীবন রক্ষাকারী ‘হোটেল রুয়ান্ডা’ সিনেমার বাস্তবের নায়ক পল রুসেসাবাজিনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করেছে রুয়ান্ডার সরকার।

দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট পল কাগামির একজন সমালোচক হিসেবে সুপরিচিত রুসেসাবাজিনা ১৯৯৬ সাল থেকে রুয়ান্ডার বাইরে বসবাস করছিলেন। তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

তিনি বেলজিয়ামে এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করছিলেন।

রুসেসাবাজিনার কন্যা সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, তার বাবা গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে দুবাই গিয়েছিলেন। সেখানে থেকে তাকে অপহরণ করে রুয়ান্ডায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ দাবি প্রমাণের পক্ষে কোনো আলামত দেখাতে পারেননি তিনি।

সোমবার রুয়ান্ডার রাজধানী কিগালিতে হাতকড়া এবং মাস্ক পরা ৬৬ বছর বয়সী রুসেসাবাজিনাকে গণমাধ্যমের সামনে হাজির করে দেশটির পুলিশ।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে আদালতে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।

সোমবার এক বিবৃতিতে পুলিশ জানায়, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পল রুসেসাবাজিনাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, রুসেসাবাজিনাকে সহিংস, সশস্ত্র, চরমপন্থী ও সন্ত্রাসবাদী সংগঠন রুয়ান্ডা মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জের (এমআরসিডি) প্রতিষ্ঠাতা, নেতা, পৃষ্ঠপোষক এবং সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply