সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি তার মেয়ে আইরাকে এখন বাংলা শেখাচ্ছেন।
তিনি জানিয়েছেন, এই লকডাউনে সবচেয়ে বড় প্রাপ্তি মেয়ে আইরার সঙ্গে অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলা। আমি মনে করি না যে, বাংলা পড়ানোর জন্য আলাদা ট্রেনিং দরকার আছে। এখন যদি আমি খুব শক্ত ব্যাকরণ নিয়ে আইরার ভিত তৈরি করতে বসি, সমাস পড়াতে শুরু করি, তাহলে হবে না। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম নিয়ে বসি তাহলেও হবে না।
তিনি আরও জানান, আমি বাংলা পড়া, বাংলার প্রতি ভালোবাসা তৈরি করাটার উপরে জোর দিয়েছি। ওর পারিপার্শ্বিক পরিবেশ, ওর প্রতিদিনের অভিজ্ঞতা থেকেই যদি উঠে আসে ওরই মনগড়া কয়েকটা বাক্য, সেটাই ওর মনে দীর্ঘস্থায়ী ভালোবাসা জাগাবে ভাষার প্রতি। যাতে ওর অন্তরঙ্গতা তৈরি হয়। কখনও ও আমায় নিয়ে লিখছে। কখনও ওর বন্ধুকে। কখনও ওর ভালোলাগার বস্তু নিয়ে। এভাবেই ওর মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছে।
লকডাউনের বড় একটা সময় মা মিথিলার সঙ্গে বাংলাদেশেই ছিলো আইরা। কখনও নাচগান, কখনও খেলাধুলোয় ব্যস্ত ছিলো আইরা। লকডাউন পরিস্থিতিতে যাতে দমবন্ধ না হয়ে আসে সেই জন্যেই নাকি এই অভিনব পন্থা নিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।
ইউএইচ/
Leave a reply