৫০ বছর পর দেখা মিললো বিরল প্রজাতির ‘গান গাওয়া’ কুকুরের

|

ইন্দোনেশিয়ার নিউগিনি অঞ্চলে প্রায় পঞ্চাশ বছর পরে খোঁজ মিলেছে ‘গান গাওয়া’ কুকুরের। এসব কুকুর ইন্দোনেশিয়ার বিভিন্ন পাহাড়ি এলাকায় দেখা যেত। ১৮৯৭ সালে বিজ্ঞানীরা প্রথম এই বুনো কুকুরের সন্ধান দেয়। পরে ১৯৭০ সালের পর থেকে এরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। খবর সিএনএন।

এই বন্য কুকুরের সঙ্গে নেকড়ে বাঘের অনেকটা মিল বা সাদৃশ্য রয়েছে। এরা সুর করে ডাকে। ফলে তাদের এই সুরেলা চিৎকার অনেকটা গানের মতো শোনায়।

২০১৮ সালে এই বন্য কুকুর গুলির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। আর সেই নমুনাতেই ইন্দোনেশিয়ার বুনো কুকুরের অনেক সাদৃশ্য মিলেছে। এত বছর পরে ইন্দোনেশিয়ায় ওই প্রজাতির বুনো কুকুরের সন্ধান মেলায় খুশি বিজ্ঞানীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply