নতুন আঙ্গিকে আসছে টিএসসি, আধুনিক হবে ঢাকা মেডিকেল: প্রধানমন্ত্রী

|

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ৭৫ পরবর্তী নানা সময়ে তিনি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। দুপুরে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে নতুন ভাবে গড়ে তোলা হবে। একইসাথে ঢাকা মেডিকেলকে পাঁচ হাজার রোগী ধারণক্ষমতার আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। এসময় আসন্ন উপ-নির্বাচনগুলোতে দল যাতে ঐক্যবদ্ধভাবে জয়ী হয় সে বিষয়ে সকলকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর আগে অন্য একটি অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার নকশা ও প্লান ভার্চুয়ালি অবলোকন করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply