চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩

|

চট্টগ্রামের পতেঙ্গায় ইনকনট্রেড কন্টেইনার ডিপোতে মালবাহী গাড়ির ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত অন্তত ৩ জন। বুধবার দুপুর ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকার ডিপোতে এ ঘটনা ঘটে। নিহত হলেন, আরমান, মোক্তার ও নেওয়াজ।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোর ওয়ার্কশপে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহত ৩ জনের মধ্যে ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply