Site icon Jamuna Television

দুই দিনের রিমান্ডে সাবরীনা

ডা. সাবরিনা আরিফ চৌধুরী

প্রথম জাতীয় পরিচয় পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার মূল রহস্য উদ্ঘাটনে জেকেজির চেয়ারম্যান সাবরীনা আরিফ চৌধুরীর দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রিমান্ড আবেদনের শুনানির জন্য দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয় সাবরিনাকে। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল।

গত রোববার বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে এনআইডি জালিয়াতির মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। ডা. সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। একটিতে নাম দেয়া হয়েছে সাবরীনা শারমিন হোসেন। সেখানে জন্ম তারিখ ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অপরটিতে জন্মদিন ঠিক থাকলেও বয়স ৫ বছর কমিয়ে সাল দেয়া হয়েছে ১৯৮৩। একটিতে স্বামীর নাম আর এইচ হক। আর দ্বিতীয়টিতে আরিফুল চৌধুরী।

Exit mobile version