হ্যাকারের কবলে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট।হ্যাক করার পর বৃহস্পতিবার ভোরে ওই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টুইট করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান চাওয়া হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, টুইটার কর্তৃপক্ষও মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে অবহিত এবং মোদির অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে মোদির অ্যাকাউন্ট থেকে এসব টুইট সরিয়ে নেয়া হয়েছে। তবে নরেন্দ্র মোদির দফতর থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মোদির ব্যক্তিগত ওবেসাইটের সঙ্গে যুক্ত ওই টুইটার অ্যাকাউন্টের নাম @narendramodi_in। ২০১১ সালে খোলা ওই অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ২৫ লাখের বেশি।
গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পরে নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটলো। জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক।
ইউএইচ/
Leave a reply