বিতর্ক যেন পিছু ছাড়ছে না বার্সেলোনা সভাপতি বার্তোমেউয়ের। মেসির সাথে সৃষ্ঠ জটিলতার পর এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্ত শুরু করতে চায় কাতালান পুলিশ।
বার্তোমেউয়ের বিপক্ষে তদন্ত করার জন্য বিচারকের কাছে আবেদন জমা দিয়েছে কাতালান পুলিশ। বার্সেলোনা সভাপতির বিপক্ষে অভিযোগ, ক্লাব থেকে অনৈতিক ভাবে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন তিনি।
আই-থ্রি ভেঞ্চার নামের একটি প্রতিষ্ঠানকে বার্সেলোনার অনলাইন ট্রানজেকশনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেয়া হয়। কিন্তু অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটিকে বাজার মূল্যের প্রায় ৬ শতগুণ বেশি পারিশ্রমিক দিয়েছে বার্সেলোনা। অর্থের পরিমাণ প্রায় ১ মিলিয়ন ইউরো।
অডিট রিপোর্ট বিশ্লেষণ করার পর এই চুক্তি আর পেমেন্ট থেকে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন বার্তোমেউ এমন অভিযোগ এনেছে পুলিশ।
Leave a reply