করোনার মধ্যেই রথযাত্রায় হাজারো মানুষ, পুলিশ বাঁধা দেয়ায় সংঘর্ষ

|

BENQ

নেপালে করোনাভাইরাসের বিস্তাররোধে আরোপিত শিষ্টাচার অমান্য করেই ললিতপুর শহরে রথযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। বৃহস্পতিবার তাদের ঠেকাতে গেলে পুলিশের সাথে ব্যাপক সংঘাত হয়।

পদযাত্রা ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। স্থানীয়রা রথযাত্রায় বাঁধা দেয়ায় পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে। পাল্টাপাল্টি সংঘাতে আহত হন অনেকে। এর মধ্যে, এক ট্রাফিক পুলিশের অবস্থা সংকটাপন্ন। গুরুতর অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

মহামারির কারণে মার্চ মাস থেকেই নেপালে সব ধরণের ধর্মীয় সভা এবং জনসমাবেশ নিষিদ্ধ। এছাড়া, প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গেলো মাস থেকে কাঠমান্ডু ও আশপাশের শহরগুলোয় জারি হয়েছে লকডাউন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ২৫৭ জন এবং সংক্রমিত ৪৩ হাজারের মতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply