শ্রীলঙ্কা উপকূলে ভারতের তেলবোঝাই জাহাজের আগুন এখনও নেভেনি। এরমধ্যেই জাহাজটি থেকে সরিয়ে নেয়া হয়েছে সব নাবিককে। এখন শ্রীলঙ্কার নৌবাহিনী জাহাজটিকে উপকূল থেকে দূরে রাখার চেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার সকালে আগুন লাগে ইন্ডিয়ান অয়েলের তেলভর্তি সুপারট্যাংকারে। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত। কুয়েত থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ভারতের প্যারাদিপ বন্দরে যাচ্ছিলো ট্যাংকারটি। এর ২৩ ক্রু’র সবাই ফিলিপাইন ও গ্রিসের নাগরিক। তাদের একজন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। বাকিদের উদ্ধার করেছে নৌবাহিনী।
ক্রুদের সরিয়ে নেয়ার পর জাহাজটি ভাসতে ভাসতে উপকূলের দিকে এগিয়ে যায়। তেল ছড়িয়ে পড়ার আশঙ্কায়, এটিকে মাঝ সাগরের দিকে টেনে নেয়ার চেষ্টা চলছে। আগুন নেভানোর চেষ্টায় যোগ দিয়েছে রাশিয়া আর ভারতের নৌবাহিনীও।
Leave a reply