ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রতি তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যের অভিযোগ

|

আবারও বর্ণবাদে উস্কানির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রতি তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যম আটলান্টিক ম্যাগাজিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এ অভিযোগ। এ ঘটনায় সমালোচনার ঝড় মার্কিন রাজনীতিতে। তীব্র নিন্দা জানিয়েছে, নিহত সেনাদের পরিবারও। তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আটলান্টিক ম্যাগাজিনের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের সমাধিতে যেতে চাননি ট্রাম্প। বৃষ্টিতে চুল এলোমেলো হতে পারে-এমন অজুহাত দেখান তিনি। নিহত সেনাদের ‘পরাজিত’ বলে উপহাসও করেন। এ ঘটনাকে ঘিরে কড়া ভাষায় প্রতিদ্বন্দ্বি ট্রাম্পকে আক্রমণ করেছেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন, যিনি কোনোদিন সেনা ইউনিফর্মে দেশ সেবা করেননি-তিনি কিভাবে এমন কথা বলতে পারেন? নিজেকে কি মনে করেন? আসলে নিজেকে ছাড়া কারও প্রতি সম্মান নেই তার। সেনা পরিবারগুলোর কাছে তার আন্তরিকভাবে ক্ষমা চাওয়া উচিত।

আটলান্টিকের প্রতিবেদন প্রকাশের পর থেকেই প্রেসিডেন্টের পক্ষে সাফাই গাইছেন মিত্ররা। ওভাল অফিসে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প নিজেও। বরাবরের মতোই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা একটা মিথ্যা ঘটনা। দ্বিতীয় শ্রেণীর একটি ম্যাগাজিন লিখেছে এমন তথ্য। সামরিক বাহিনীর জন্য আমি যা করেছি, তা কেউ করেনি। সেনাসদস্যরা, বিশেষ করে যারা জীবন দিয়েছেন, তাদের অবদানের তুলনা চলে না। আমার কাছে তারা আসল হিরো।

ট্রাম্পের মন্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে নিহত সেনাদের পরিবারগুলোও। তাদের বক্তব্য নিয়ে ভিডিও তৈরি করেছে প্রগতিশীল দল ভোটভেটস। বিশ্লেষকরা মনে করছেন, এ বিতর্কের জেরে আসন্ন নির্বাচনে সেনা সদস্যদের ভোট হারাতে পারেন ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply