মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের জানাযা ও দাফনে সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ’র সহায়তা

|

নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণে নিহতদের জানাযা দাফন ও দুর্গত পরিবারগুলোকে সহায়তার জন্যে এগিয়ে এসেছে মার্কিন সাহায্য সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ। মাওলানা সাদিকুর রহমান আজহারীর নেতৃত্বের সংস্থার একটি প্রতিনিধি দল ঘটনার পরপরই নারায়ণগঞ্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খোজ খবর নিয়েছেন নিহতদের অসহায় পরিবারগুলোর। পাশাপাশি নিহতদের জানাযা ও দাফনের বিষয়ে সার্বিক সহযোগিতার কাজগুলো এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

এ ঘটনায় দগ্ধ হয়ে এপর্যন্ত মারা গেছেন ১৩ জন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট চিকিৎসাধীন ছিল ৩৭ জন। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। এসময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় প্রায় সবাই দগ্ধ হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply