মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলাই খারিজ করেছে আদালত। রোববার দুপুরে মামলা দুটি মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খারিজ করে দেয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর দুইজন ঠিকাদার ব্যবসায়ীর মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটটি অন্য মেশিন পিটিয়ে ভাঙচুর করে ক্ষতিসাধন করার অভিযোগ এনে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মামলা দুটির বাদি ছিলেন জেলার শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম জানান, আদালত মামলা দুটি খারিজ করে দিয়েছে। ফলে মামলার যারা বিবাদী ছিলেন তাদের আর আইনগত ঝামেলা নেই। উক্ত মামলার বিবাদী ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এমএলএসএস বাবুল মিয়া।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, শুনেছি মামলা দুটো খারিজ হয়ে গেছে। তবে এখনো আদেশের কপি হাতে পাইনি। হাতে পাওয়ার পর এ বিষয় কথা বলবো।
উল্লেখ্য, মামলার আরজিতে অভিযোগ করে বলা হয় যে, বাদিরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধুরী আনিছ উদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়ন কাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করলে মামলার বিবাদীরা গত শুক্রবার ২৮ আগস্ট একটার দিকে ওয়াকফ এস্টেটের ভূমিতে গিয়ে বাদিদের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে এবং আরও আটটি মেশিন পিটিয়ে ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষতিসাধন করে। ফলে তারা ক্ষুব্ধ হয়ে মামলাটি দায়ের করেন।
ইউএইচ/
Leave a reply