বৈদ্যুতিক ‘ট্রাক’ বানাচ্ছে ভোল্টা

|

সুইডিশ স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ভোল্টা ট্রাকস’ ১৬ টনের বৈদ্যুতিক ট্রাক উন্মোচন করেছে। ‘ভোল্টা জিরো’ নামের এ ট্রাকটি ২০২২ সালের মধ্যে যুক্তরাজ্যে উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, ভলভো ও ডাইমলারের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও বৈদ্যুতিক ট্রাক তৈরির দিকে ঝুঁকেছে। এ দৌড়ে পিছিয়ে নেই রিভিয়ান ও নিকোলার মতো স্টার্টআপও।

যুক্তরাজ্যে ‘ডিপিডিগ্রুপ’ এবং ইউরোপের অন্যান্য পণ্য সরবরাহ প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আগামী বছর থেকেই নিজেদের ট্রাকের পরীক্ষা শুরু করবে ভোল্টা।

২০২২ সাল নাগাদ রাস্তায় পাঁচশ’ বৈদ্যুতিক যান নামাতে চাইছে প্রতিষ্ঠানটি। সম্প্র্রতি এ ব্যাপারে নিশ্চিত করেছেন ভোল্টা প্রধান নির্বাহী রব ফাউলার।

তিনি বলেন, ‘আমাদের আরও ৭ থেকে ৮ জন গ্রাহকের সঙ্গে কথাবার্তা এগিয়েছে।’ প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম ভোল্টা গাড়িটি যুক্তরাজ্যের ওয়ারউইকের প্রতিষ্ঠান ‘প্রোড্রাইভ’ তৈরি করে দিয়েছিল, বর্তমানে আরও কয়েকজন সরবরাহকারীর সঙ্গে ট্রাক উৎপাদনের ব্যাপারে আলোচনা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply