রাজধানীর সদরঘাট থেকে মিলব্যারাক পর্যন্ত নদী তীরের সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সোমবার সকালে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব জামিলের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। দীর্ঘদিন ব্যবসায়ীরা এই সড়কের বেশিরভাগ অংশ দখল করে রেখেছে। এসময় সদরঘাট থেকে শ্যামবাজার হয়ে মিলব্যারাক পর্যন্ত রাস্তায় গড়ে ওঠা অবৈধ অংশ গুড়িয়ে দেয় বিআইডব্লিউটএ কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, সদরঘাটে নৌকাযাত্রীদের নিরাপত্তায় লঞ্চঘাটের অভ্যন্তরের খেয়াঘাট দু’টো দীর্ঘদিনের প্রত্যাশিত অনতিদূরে নবাববাড়ী ঘাট ও শ্যামবাজার মসজিদ ঘাটে স্থানান্তর করা হয়েছে। মানুষের জীবন বাঁচাতেই জনস্বার্থে কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোহাম্মদ মাহবুব জামিল জানান, এ অভিযান অব্যাহত থাকবে। সেইসাথে পরবর্তীতে আবারও তারা যাতে এমন অবৈধভাবে স্থাপনা না গড়তে পারে সে জন্য সবসময়ে মনিটরিং করা হবে।
Leave a reply