ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য গ্রেফতার হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী। সুশান্ত মামলায় মাদককাণ্ডে রিয়াকে এনসিবির সমন পাঠানোর কিছুক্ষণ পরেই এই মন্তব্য করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে। খবর আনন্দবাজার পত্রিকার।
সতীশ মানশিন্ড বলেন, রিয়ার বিরুদ্ধে যা চলছে তা খানিকটা ডাইনি খোঁজার মতো বিষয় হয়ে গিয়েছে। কাউকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য এই পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।
তিনি আরও বলেন, রিয়া নির্দোষ, আর সেকারণেই সিবিআই, ইডি, এনসিবি এবং বিহার পুলিশের দায়ের করা সমস্ত মামলার ক্ষেত্রেই তিনি আদালতে আগাম জামিনের আবেদন করতে যাননি।
ইতোমধ্যেই মাদককাণ্ডে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে (বয়স ২৪) গ্রেফতার করেছে এনবিসি। আর এরপরেই রিয়া ও সৌভিকের বাবা ইন্দ্রজিত চক্রবর্তী বলেন, অভিনন্দন ভারত, আমার ছেলেকে গ্রেফতার করেছেন। পরের লাইনে রয়েছে আমার মেয়ে। আমি জানি না, তারপরে কে রয়েছে? একটা মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। তবে ন্যায়বিচারের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত। জয় হিন্দ।
প্রসঙ্গত, তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলে নিজেই জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী।
ইউএইচ/
Leave a reply