ক্যালিফোর্নিয়ায় বেড়েই চলেছে দাবানলের তীব্রতা। রাজ্যের ২৪টির বেশি জায়গায় জ্বলছে আগুন। ফায়ার সার্ভিসের ১৪ হাজারের বেশি কর্মী লড়ে যাচ্ছেন আগুন নেভাতে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সিয়েরার পাহাড়ি এলাকায়। সেখানে এরই মধ্যে পুড়ে গেছে ৭৮ হাজার একরের বেশি এলাকা। এখনও অনিয়ন্ত্রিত আগুন। ইতোমধ্যে হেলিকপ্টারের মাধ্যমে ২শ’র বেশি অভিযাত্রীকে সরিয়ে নেয়া হয়েছে।
একইভাবে, সান ডিয়েগোয় ১০ হাজার একর এলাকা জুড়ে জ্বলছে আগুন। রেকর্ড দাবদাহ আর বাতাস আগুনের তীব্রতা বাড়িয়েছে বহুগুণ। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ২০ লাখ একরের বেশি এলাকা পুড়েছে দাবানলে।
Leave a reply