‘কোমা’ থেকে বেরিয়ে এসেছেন নাভালনি, দিচ্ছেন সাড়াও

|

রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি ‘কোমা’ থেকে বেরিয়ে এসেছেন। সোমবার জার্মানির শাহিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুতিনের কট্টর এ সমালোচক সাড়াও দিচ্ছেন। তবে, শরীরে মারাত্মক বিষক্রিয়ার কারণে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, নাভালনির স্ত্রীর সাথে সবসময় যোগাযোগ রাখছেন চিকিৎসকরা। তাকেই শারীরিক পরিস্থিতির সবশেষ খবর জানানো হচ্ছে।

২০ আগস্ট, সাইবেরিয়া থেকে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। জরুরি অবতরণের পর সেখানকার হাসপাতালে ভর্তি করানো হলে তিনি কোমায় চলে যান। পরিবার ও সমর্থকদের চাপে জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানোর অনুমতি দেয় রুশ সরকার। সেখানকার চিকিৎসকরাই জানান, রুশ রাজনীতিকের শরীরে নার্ভ এজেন্ট ‘নোভিচক’ প্রয়োগের মাধ্যমে চালানো হয়েছিলো হত্যাচেষ্টা। যদিও, প্রথম থেকেই বিষয়টি অস্বীকার করছে পুতিন প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply