তিস্তায় আবারও বাড়ছে পানি

|

উজানের ঢল আর বৃষ্টিতে আবারও পানি বৃদ্ধি শুরু হয়েছে তিস্তায়। গত ২৪ ঘণ্টায় তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ১৫ সেন্টিমিটার। যা এখন বিপৎ সীমার ১০ সেন্টিমিটার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ জানিয়েছেন, দুপুর ১২ টা থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি হয়েছে ১৫ সেন্টিমিটার। দুপুর ১২ টা পর্যন্ত বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, সার্বিক বিবেচনায় মনে হচ্ছে সন্ধ্যা নাগাদ ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এতে বিপৎসীমার ১০ সেন্টিমিটার পর্যন্ত তিস্তার পানি বৃদ্ধির সম্ভাবনা রযেছে।

এদিকে আবারও পানি বৃদ্ধিতে ভাঙ্গন ও ফসল ক্ষতির আশঙ্কায় পড়ছেন তিস্তার ১৫২ কিলোমিটার অববাহিকার মানুষ। এর আগে আগস্ট ও জুলাই মাসে কয়েকদফা বন্যায় তিস্তা পাড়ের একলাখ ৭২ হাজার কৃষকের প্রায় ২০০ কোটি টাকার মতো ফসলহানি ও ৫ হাজারেরও বেশি ঘড়বাড়ি, কয়েকহাজার হেক্টর জমিজমা, শিক্ষা প্রতিষ্ঠান মসজিদসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply