ব্রাজিলের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েলো বলেছেন, দেশটি আগামী জানুয়ারিতে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে একটি গণ টিকা অভিযান শুরু করবে।
মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ‘ভ্যাকসিন প্রস্তুতকারকদের সাথে আমরা চুক্তি স্বাক্ষর করছি এবং আশা করছি জানুয়ারিতে এই ভ্যাকসিন আমাদের কাছে পৌঁছে যাবে। আগামী বছরের জানুয়ারিতে আমরা সবাইকে ভ্যাকসিন দেয়া শুরু করব।’
ব্রাজিল সরকার রাষ্ট্র পরিচালিত ওসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে একটি ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছে।
প্রাথমিকভাবে এই ভ্যাকসিনের ১০০ মিলিয়নেরও বেশি ডোজ গ্রহণের পরিকল্পনা রয়েছে ব্রাজিল সরকারের।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪১ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ৪৬৪ জনের।
দেশটির সর্বাধিক জনবহুল রাজ্য সাও পাওলোতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। এরপরই রয়েছে রিও ডি জেনেরিও।
Leave a reply